ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওষুধের দোকানে ডাকাতি

সাভারে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৮:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সাভারে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ ফেব্রুয়ারি ॥ পৌর এলাকায় মধ্যগে-ায় জহুরা ফার্মেসিতে শুক্রবার ভোর রাতে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। আহত ডাকাতের নাম শাহীন আলম। সে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার মৃত শুভ মিয়ার ছেলে। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। ওষুধের দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোর চারটার দিকে এলাকাবাসী বাসায় গিয়ে তাকে জানায় যে, তার দোকানে ডাকাত পড়েছে। তখন তিনি এসে দেখেন, একজনকে আটক করে গণধোলাই দিচ্ছে এলাকাবাসী। তিনি তখন জানতে পারেন একটি প্রাইভেটকারে ৭ জনের একদল ডাকাত এসে দোকানের তালা ভেঙ্গে দু’লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মধ্যে একজন স্থানীয় লোকজনের হাতে ধরা পড়লেও অন্যরা লুণ্ঠিত মালসহ প্রাইভেটকারযোগে পালিয়ে যেতে সমর্থ হয়। পুলিশ জানায়, ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।
×