ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু হত্যার ঘটনায় রওশনের উদ্বেগ

প্রকাশিত: ০৮:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৬

শিশু হত্যার ঘটনায় রওশনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যার ঘটনা সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয় বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সম্প্রতি দেশজুড়ে শিশুহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, যে কোন মূল্যে মানুষের মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। শুক্রবার এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, শিশুর সঙ্গে কারও কোন দ্বন্দ্ব, সংঘাত থাকতে পারে না। তাদের শুধু ভালবাসা পাওয়ার কথা। অথচ তারাই আজ চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে। শিশু রাজন হত্যার যেভাবে দ্রুত বিচার হয়েছে সেভাবে বাহুবলের ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সরকারের প্রতি যথোপযুক্ত শাস্তির জোর দাবি এবং একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান। বর্তমান সরকার এসব ঘটনার প্রকৃতি ও পুনরাবৃত্তিকে বিবেচনায় নিয়ে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থাগুলো পর্যালোচনা করে এই অনাকাক্সিক্ষত ঘটনা নিবারণে জোাালো ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, হবিগজ্ঞ জেলার বাহুবলে চার শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে, যা দেশজুড়ে আলোচিত ঘটনা। এতে হতবাক সবাই। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠেছে। হত্যাকারীদের জানানো হয়েছে ধিক্কার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সব মহল থেকেই।
×