ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনও শীর্ষে...

প্রকাশিত: ০৫:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৬

এখনও শীর্ষে...

তথ্যপ্রযুক্তির এই আধুনিক বিশ্বে রেডিওর আবেদন কমেনি। এখনও বিশ্বের ৫শ’ কোটি অর্থাৎ মোট জনসংখ্যার ৭০ ভাগ লোক রেডিও শোনে। কোন জরুরী প্রয়োজন ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জনগণ রেডিওর দ্বারস্থ হয়। সম্প্রতি ইউনেসকোর এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। তাতে বলা হয়, রেডিও এমন একটি মাধ্যম যার সাহায্যে বিশ্বের সর্বাধিক লোকের কাছে দ্রুততম সময়ের মধ্যে খবর পৌঁছানো যায়। দাম হাতের নাগালে হওয়ায় সবাই এটি কিনতে পারে। জাতিসংঘের অনুমান বর্তমানে বিশ্বজুড়ে ৪৪ হাজার রেডিও স্টেশন রয়েছে। এই স্টেশনগুলো ৫শ’ কোটি লোকের জন্য অনুষ্ঠান প্রচার করে। আর রেডিও এমন একটি মাধ্যম যা সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ এটির সাহায্য নিতে পারে। যেমন একজন অন্ধব্যক্তি সংবাদপত্র পড়তে পারে না। কিন্তু তিনি রেডিওতে খবর শুনতে পারে। আবার রেডিও স্টেশনগুলো শিক্ষিত, অশিক্ষিত ও স্বল্প শিক্ষিত লোকের জন্য অনুষ্ঠান প্রচার করে। রেডিওর অনুষ্ঠানে সমাজের নানা শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকতে পারে বলে জানিয়েছেন ইউনেসকোর মুখপাত্র মিরতা লরেন্স। আলজাজিরা অবলম্বনে।
×