ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের কারাগারে চার বছর আটক থাকার পর ফিরলেন ৩১ বাংলাদেশী

প্রকাশিত: ০৫:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের কারাগারে চার বছর আটক থাকার পর  ফিরলেন ৩১ বাংলাদেশী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় ৪ বছর আটক থাকার পর ২৪ বাংলাদেশী শুক্রবার দেশে ফিরে এসেছেন। ভারত সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে শেওলা শুল্কবন্দর চেকপোস্ট দিয়ে তারা শুক্রবার দুপুরে দেশে ফেরেন। শেওলা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিবাসী ৩১ জনকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে দ- দেয়া হয়। দীর্ঘদিন কারাভোগের পর তাদের ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে ২৪ জনকে ফেরত পাঠানো হয়। বাংলাদেশের পক্ষে শেওলা স্থলবন্দরে তাদের গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ পিপিএম ও শেওলা ইমিগ্রেশন কর্মকর্তা রস্তুম আলী। ভারতের পক্ষে তাদের প্রেরণ করেন ভারতের সুতারকান্দি ইমগ্রেশন কর্মকর্তা এস চক্রবর্তী, বিক্রম ব্যানার্জি ও ১৩৩ বিএসএফের কোম্পানি কমান্ডার পি এম গণেশ প্রমুখ। ফেরত আসা বাংলাদেশীরা হলেন আব্দুল খালিক, মাশিরুল ইসলাম, আনোয়ারুল হক, কাইউম আলী, আব্দুর রহিম, জহির উদ্দীন, আব্দুল খালিক তোফাজুল হক, আরিফুল, মোঃ কবির, আনোয়ারুল, মোঃ আব্দুল মান্নান, মোঃ মিজানুর রহমান, মোঃ রহিম উদ্দিন, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আতিকুল, জাহাঙ্গীর ইসলাম, মোঃ জিয়াউল হক, রহিম, তোবজুল হোসেন, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করিম।
×