ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলইডি গোলাপ বাগান

প্রকাশিত: ০৫:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

এলইডি গোলাপ বাগান

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হংকংয়ে রোজ গার্ডেনে এলইডি বাতি দিয়ে ফোটানো হয়েছে ২৫ হাজার ফুল। তবে বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে এ রকম চমৎকার দৃশ্য তৈরি করা কঠিন কিছু নয়। হংকংয়ের লাইট রোজ গার্ডেনে ভ্যালেন্টাইন ডে উদ্যাপনে লাইট এমিটিং ডায়োড বা এলইডি বাতি দিয়ে তৈরি ২৫ হাজার গোলাপ ফুটিয়ে তোলা হয়। এই ২৫ হাজার এলইডি গোলাপের আয়োজক জুং ওং জিন বলেন, সিউলে এই বাগানের সৌন্দর্য-মুগ্ধ মানুষ দেখে তিনি রোমাঞ্চিত। ২৫ হাজার পানিরোধী সাদা গোলাপের এই বাগানে ছবি তুলতে ছুটে আসছেন অনেকেই। আসছেন অনেক পর্যটকও। জুং বলেন, এই এলইডি গোলাপ বাগান তৈরির উদ্দেশ্য হচ্ছে পরিবার, বন্ধু, যুগলকে রাতে পার্কের একটি সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেয়া। - টেলিগ্রাফ
×