ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল

প্রকাশিত: ০৪:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ ফেব্রুয়ারি ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদের পাশে কেউটান গ্রামের শিমুলগাছে কয়েক বছর ধরে বাসা বাঁধতে শুরু করেছে জলচর পাখি পানকৌড়ি। আট বছর আগে চার পাঁচটি পাখি এসে শিমুলগাছের ডালে বসে। এর কয়েকদিন পর পাখিতে ভরে যায় গাছটি। পাখিগুলোকে আগলে রাখতে শুরু করেন গ্রামের মানুষ। পাখিগুলোর অধিকাংশই পানকৌড়ি। প্রতিবছর বাড়তে থাকে পাখিদের আনাগোনা। রাতে নিরাপদ আশ্রয়ে থেকে সকাল হতেই পাখিগুলো খাদ্যের খোঁজে বেরিয়ে পড়ে। নীড়ে ফিরে আসে আবার সন্ধ্যায়। তবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি পাখি আসে। সে সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। একটি গাছে একসঙ্গে এত পাখি দেখে আকৃষ্ট হন পথচারী।
×