ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ লাখ টাকার গোলাপ বিক্রি

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

৫০ লাখ টাকার গোলাপ বিক্রি

স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, বিশ্ব ভালবাসা দিবসকে ঘিরে সৈকত রাণী কক্সবাজারের চকরিয়ায় দুই শতাধিক বাগান থেকে মাত্র একদিনে ৫০ লাখ টাকার গোলাপ বিক্রি হয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাল গোলাপ বিনিময়ের মাধ্যমে উদযাপন হয়েছে বিশ্ব ভালবাসা দিবস। বিশেষ এই দিনে ভালবাসাকে আরও গাঢ় করতে প্রেমিক যুগলদের কাছে প্রথম পছন্দ লাল গোলাপ। এ কারণে দেশের প্রত্যন্ত জনপদে ফুলের ব্যাপক চাহিদা থাকায় ফুলের গ্রাম খ্যাত বরইতলী ও হারবাং জনপদে ফুল বেপারিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার প্রায় দুই শতাধিক ফুলের বাগানে ভালবাসার অন্যতম নির্দশন গোলাপ ও গ্ল্যাডিওলাস ফুল বিক্রি হয়েছে। বাগান মালিকরা জানান, শনিবার একদিনে দুই শতাধিক বাগান থেকে ৫০ লাখ টাকার ফুল বিক্রি হয়েছে। বেশিরভাগ ফুল সরবরাহ হয়েছে দেশের বৃহত্তম ফুলের বাজার চট্টগ্রামের চেরাগী পাহাড়ে। এদিন সকাল থেকে রাত পর্যন্ত বরইতলী রাস্তার মাথা এলাকা থেকে গাড়িতে করে পাঠানো হয়েছে এসব ফুল।
×