ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তেলের বাজার ঘুরে দাঁড়ানোর আশা কেপিআইয়ের

প্রকাশিত: ০৪:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

তেলের বাজার ঘুরে দাঁড়ানোর আশা কেপিআইয়ের

আগামী ২০১৭ সালের মধ্যে ধসে পড়া তেলের বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছে কুয়েত পেট্রোলিয়াম ইন্টারন্যাশলান (কেপিআই)। কুয়েত নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, কেপিআই আশা করে আগামী এক বছরের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ থেকে ৬০ ডলার হবে। আর আগামী তিন বছরের মধ্যে তেলের দাম ৬০ থেকে ৮০ ডলার হবে। কেপিআই’র নির্বাহী কর্মকর্তা বাখিত আল রশিদী বলেন, বর্তমানে তেলের দাম একবারে তলানিতে এসে ঠেকলেও আশা করছি বিশ্ববাজারে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। বিশ্ববাজারে তেলের দামের এ ভরাডুবির অন্যতম কারণ হিসেবে এশিয়ায় তেলের অতিরিক্ত যোগানকে দায়ী করেছেন বাখিত আল রশিদী। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×