ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ড গমনেচ্ছুদের ভিসা সহজীকরণে চিটাগাং চেম্বারের আহবান

প্রকাশিত: ০৪:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

থাইল্যান্ড গমনেচ্ছুদের ভিসা  সহজীকরণে চিটাগাং  চেম্বারের আহবান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ থেকে থাইল্যান্ড গমনেচ্ছুদের ভিসা সহজীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি মাহবুবুল আলম রবিবার বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাদুরাপোছানা ইত্তারাংয়ের প্রতি এ আহবান জানান। চিটাগাং চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামের প্রচুরসংখ্যক ব্যবসায়ী, ভ্রমণপিয়াসী ও চিকিৎসা প্রত্যাশী নিয়মিত থাইল্যান্ড ভ্রমণ করছেন, যাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় দু’দেশের ব্যবসা ও পর্যটকদের উভয় দেশ ভ্রমণের হারও বৃদ্ধি পেয়েছে। তাই চট্টগ্রাম থেকে থাইল্যান্ড গমনেচ্ছু ব্যবসায়ীদের ভিসাপ্রাপ্তি সহজ ও দ্রুততার সাথে সম্পন্ন করার অনুরোধ জানান তিনি । থাইল্যান্ডের ভিসাপ্রাপ্তিতে বিভিন্ন জটিলতা ও পাসপোর্ট প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার প্রেক্ষিতে মাহবুবুল আলম এ অনুরোধ জানান।
×