ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিকটুলিতে ভূয়া সেনা কর্মকর্তাকে আটক করল র‌্যাব

প্রকাশিত: ০২:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

টিকটুলিতে ভূয়া সেনা কর্মকর্তাকে আটক করল র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার টিকাটুলিতে বিভিন্ন সরঞ্জামসহ আমিনুল ইসলাম (৩১) নামে সেনাবাহিনীর এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। রবিবার বিকেলে কুড়িঁগ্রাম থেকে আসা এক ব্যক্তির সঙ্গে প্রতারণার সময় টিকাটুলি থেকে আমিনুলকে হাতেনাতে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সরোয়ার জানান, আমিনুল ইসলাম নামে এক প্রতারক আটক করা হয়েছে। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর নকল পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। লেঃ কর্নেল খন্দকার গোলাম সরোয়ার আরও জানান, র‌্যাবে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন আমিনুল। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলে দাবি করতেন। প্রতারণার কৌশল হিসেবে তার ফাঁদে পা দেয়া ব্যক্তিদের তিনি যে কোনো র‌্যাব অফিসে দেখা করতে বলতেন। তিনি জানান, রবিবার আশিকুর রহমান নামের কুড়িঁগ্রাম থেকে আসা এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে টিকাটুলিতে অভিযান চালিয়ে আমিনুলকে আটক করা হয়। আমিনুল ভুক্তভোগীর কাছে টাকা নিতে এলে হাতেনাতে তাকে আটক করা হয়েছে। প্রতারক আমিনুলের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। সে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদফতরে বাহক হিসেবে কর্মরত।
×