ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ল্যাকটেটিং মাদের নিয়ে দু-দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২৩:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠিতে ল্যাকটেটিং মাদের নিয়ে দু-দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল শীর্ষক কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের দু-দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রশিক্ষণ শুরু হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করছে এবং দেশ বাংলা ফাউন্ডেশন এর আয়োজন করেছে। মা ও শিশুর মৃত্যু রোধ, মাতৃদুগ্ধ পানের নিরাপদ ব্যবহার, স্বাস্থ্য ও জন্ম নিয়ন্ত্রণ এবং পুষ্টি বিষয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ঝালকাঠি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৬১ জন মা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। ঝালকাঠি পৌরসভায় ৮শ মা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুজ জামান স্বপনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন।
×