ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে - শিল্পমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

সরকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে - শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। দেশ ব্যাপি হরিজনদের জন্য পাকা আবাস স্থান ভবন নির্মান কাজ শুরু করেছে। ঝালকাঠি জেলায় প্রথম পর্যায় ১ কোটি ৯০ লাখ টাকা ব্যায়ে ভবন নির্মান হচ্ছে এবং পর্যায়ক্রমে অনান্য পৌর এলাকায় এই সকল জনগোষ্ঠির জন্য এই ধরণের আবাসস্থল নির্মান করা হবে। ঝালকাঠি পৌরসভার হরিজন পল্লির ২৪ টি পরিবার আধুনিক আবাস স্থল পাবে এবং অবশিষ্ট শতাধিক পরিবারের জন্য আরো ৪ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হবে। তিনি রবিবার সকাল সাড়ে ১০ টায় হরিজন পল্লির ভবনের ভিত্তি ফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর চেয়ারম্যান আফজাল হোসেন এর সভাপতিত্বে এই সভায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে হরিজন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ ভক্ত বক্তব্য রাখেন।
×