ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতকে চমকে দিয়ে যুব বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের

প্রকাশিত: ২৩:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতকে চমকে দিয়ে যুব বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের

অনলাইন ডেস্ক ॥ ভারতকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ফেভারিট ভারতকে ১৪৫ রানেই গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালের বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। কিন্তু ২০১৬র যুব বিশ্বকাপে সিনিয়রদের পথে হাঁটা হল না ইশান কিষানদের। সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরে যেতে হল ভারতকে। তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে জিতে ছোটদের ক্রিকেট বিশ্বে এখন সেরা তাঁরাই। নতুন বলে তোপ দাগিয়েছেন টুর্নামেন্টের আলোচিত নাম আলজারি জোসেফ। শুরুতেই বিপর্যস্ত ভারতীয় ব্যাটিংকে আরও দমিয়ে দিয়েছেন রায়ান জন, শেমার হোল্ডাররা। ক্যারিবিয়ানদের খুনে বোলিংয়ের সামনে বুক চিতিয়ে লড়েছেন কেবল সরফরাজ খান। টুর্নামেন্টে আগের পাঁচ ম্যাচের চারটিই মিরপুরে খেলেছে ভারত। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং উইকেট পেল তারা ফাইনালে। আলোচিত ব্যাটিং লাইনআপ পারল না সেই চ্যালেঞ্জের জবাব দিতে। তরতাজা ঘাসের উইকেটে টস জিতে বোলিং নিতে একটুও সময় নেননি ক্যারিবিয়ান অধিনায়ক শিমরন হেটমায়ার। ভারতীয় অধিনায়ক টসের সময় জানালেন, তারা জিতলে ব্যাটিংই নিতেন। টস তাই প্রভাব ফেলেনি বড় কোনো। ক্যারিবিয়ানরা আঘাত হানে প্রথম ওভারেই। উইকেট আসে অদ্ভুতভাবে। জোসেফের অফ স্টাম্পের বাইরের বল না খেলে ছেড়ে দিয়েছিলেন রিশাভ পান্ত। কিন্তু ফরোয়ার্ড খেলার চেষ্টায় ক্রিজ থেকে ক্ষণিকের জন্য বাইরে বেরিয়েছিলেন পান্ত। উইকেটের অনেক পেছনে দাঁড়ানো উইকেটকিপার টেভিন ইমলাখ দারুণ তৎপরতায় বল ধরেই ছুঁড়ে দেন স্টাম্পে। ১৩৮ কিলোমটিার গতির বলে স্টাম্পড পান্ত! প্রথম স্পেলেই জোসেফ তুলে নেন আরও ২ উইকেট। সুইং ও বাউন্সে নাভিশ্বাস উঠে যায় ভারতীয় ব্যাটসম্যানদের। জন-হোল্ডার-স্প্রিঙ্গাররাও বোলিং করেছেন দারুণ। ৫০ রানে ভারত হারায় ৫ উইকেট। সেখান থেকে দলকে বলতে গেলে একাই টেনেছেন সরফরাজ। খানিকটা সঙ্গ দিয়েছেন মাহিপাল লমরোর (১৯)। সরফরাজ (৫১) অর্ধশতকে পৌঁছার পরপরই তাকে ফেরান রায়ান জন। শেষ দিকে ২১ রান করে দলের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান রাহুল বাথামা। দু অঙ্ক ছুঁয়েছেন এই তিনজনই। ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন জন, ৩৯ রানে ৩টি জোসেফ। কিমো পল নিযেছেন দুটি, হোল্ডার-স্প্রিঙ্গার একটি করে। কোনো স্পিনার আক্রমণেই আনেনি ওয়েস্ট ইন্ডিজ
×