ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্ন ইনস্টিটিউট হবে শেখ হাসিনার নামে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বার্ন ইনস্টিটিউট হবে শেখ হাসিনার নামে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকায় দেশের প্রথম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নামকরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কিছু করতে গেলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি, আমরা সম্মতি পাব।” মন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, সম্ভব হলে সেখানেই এ প্রতিষ্ঠান হবে। আগামী মাসেই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আমরা আশা করছি। ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। রাজধানীর চানখাঁরপুলে এ ইনস্টিটিউট হবে।
×