ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬০টি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মিত হচ্ছে

প্রকাশিত: ২২:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

৬০টি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মিত হচ্ছে

অনলাইন রিপোর্টার ॥ এলাকাভিত্তিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধের দ্রুত তদন্তের লক্ষ্যে এসব কেন্দ্র প্রতিষ্ঠা করছে সরকার। পুলিশের এ্যাসিটেন্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি-উন্নয়ন) গাজী মোজাম্মেল হক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, গত নভেম্বর পর্যন্ত এই ৬০টি তদন্ত কেন্দ্রের প্রায় ৬৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৭টির নির্মাণ কাজ শেষ হয়েছে ও ৪৩টির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০০৯ সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১৭ কোটি ৪৫ লাখ টাকায় এ প্রকল্প নেয়া হয়। চলতি বছরের জুন মাসে এই নির্মাণ কাজ শেষ হবে। বিভিন্ন স্থানে স্থাপিত দুই ও তিন তলা বিশিষ্ট এসব তদন্ত কেন্দ্রে কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য এবং ২ থেকে ৩ জন সাব ইন্সপেক্টর থাকবে। এসব কেন্দ্রে আবাসন সুবিধাও থাকবে। এআইজি বলেন, এ লক্ষ্যে এর আগে অপর একটি প্রকল্পে নির্মিত ৪৮টি তদন্ত কেন্দ্রের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, এসব কেন্দ্রের জন্য আগে ২ থেকে ৩ একর করে জমি বরাদ্দ দেয়া হতো। কিন্তু এখন ১০ কাঠা করে জমি দেয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে তিনি উল্লেখ করেন।
×