ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১০ম গ্রেডে বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদরা মানববন্ধন কর্মসূচি পালন করাসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। রবিবার দুপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)’র জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদরা অংশ নেয়। এ সময় দাবি আদায়ে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা কমিটির সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শামীম, সদর কমিটির সাধারণ সম্পাদক শেখ মতিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ২ বৎসর অতিবাহিত হলেও এখনো ডিপ্লোমা কৃষিবিদদের বেতনস্কেল বৃদ্ধি করা হয়নি। অথচ জাতীয় অগ্রগতি ও উন্নয়নের কার্যক্রমে গতিশীল এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কৃষিবিদরাই সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। এমতাবস্থায় অবিলম্বে ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের দাবি ১০ গ্রেডে বেতনস্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বাস্তবায়ন করতে সরকারের নিকট জোর দাবি জানান।
×