ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আওয়ামীলীগ-যুবলীগ সংঘর্ষ-গুলিবিদ্ধ ৪

প্রকাশিত: ২০:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বাঁশখালীতে আওয়ামীলীগ-যুবলীগ সংঘর্ষ-গুলিবিদ্ধ ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া গুলিবর্ষনের ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১২ জন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে আশংকা এলাকাবাসীর। শনিবার যুবলীগের পক্ষ হতে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংসদ নিজ গন্তব্যে ফিরে গেলে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন ও একই এলাকার যুবলীগ নেতা মাকছুদুর রহমানের কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রবিবার উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবী করে থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জনকন্ঠকে জানান, এলাকায় পুলিশী নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। কি কারণে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
×