ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত ১৪৬ এর টাগেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে

প্রকাশিত: ১৯:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত ১৪৬ এর টাগেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে

অনলাইন ডেস্ক ॥ আজ মিরপুর শের এর বাংলা জাতিয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনার খেলায় টসে হেরে ব্যাটিং করে ভারত শক্ত ভিত তৈরি করতে পারেনি। নিয়মিত বিরতিতে ভারতের উইকেট পড়তে থাকে। তবে একদিকে ধরে রেখে ভারতের মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান সর্ফরাজ লড়াই চালিয়ে যায় এবং এক পর্যায়ে ৫১ রারে আউট জয়ে গেলে ভারত বড় রানের ইনিংস গড়তে ব্যার্থ হয়। ভারতে ইনিংসের শুরুতেই অপেনার ঋষভ পান্থ ফাস্ট বোলার জোসেছের বোলে স্টেপ আউট হয়ে যায়। এই জোসেপ পর পর আরও দুটি উইকেট নেন অসাধারণ বোলিং নৈপুন্যে। ভারত এর আগে যে নৈপুন্য দেখিয়েছে আজ তার বিন্দুমাত্র চোখে পড়েনি। এক পর্যায়ে ভারতের রান ৬.১ ওভারে ৩ উইকেটে ২৭ রানে এস দাঁড়ায়। তার পর সর্ফরাজ কিছুটা প্রতিরোধ গড়ে তুলে। প্রথম ৩ উকেট তুলে নেন জোসেফ মাঝখানে হোল্ডর ও পরে জন তিন উইকেট তুলে নিলে ভারতে বড় রান গড়তে পারেনি। শেষ উইকেট জুটিতে বোথাম ও খালিল আহমেদ ২২ রানের পাটর্নারশিপ গড়লে দলের রান গিয়ে পৌঁছায় ১৪৫ এ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে। তাই তাদের মনোবল অনেক উর্দ্ধে। আর আগে প্রতিটি ম্যাচ ভাল খেললেও ফাইনালে ভারত খুব একটা বড় রানের ভিত তৈরি করতে পারলোনা। এখন দেখার বিষয় ভারতের আভাস খান, বোথাম ও খালিল আহমেদ বোলিং এ কতটা তৎপরতা দেখাতে পারে। এখন জয়ের জন্য ১৪৬ রানের জন্য ব্যাটিং এ নামবে ওয়েস্ট ইন্ডিজ।
×