ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পবায় স্কুল শিক্ষার্থীকে হাত-পা বেধে পেটানোর দৃশ্য ধারণের ঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার জাহিদ হাসানের পিতা ইমরান বাদি হয়ে পবা থানায় শনিবার রাতে ১১ জনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন। পবা থানার ওসি শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলার আসামীরা হলো, পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের কটা মুন্নির ছেলে নাসির, সমশের মোহরীর ছেলে পলাশ, মুন্নার ছেলে তুহিন, সান্দি ম-ল ও তার ছেলে অনিক, বেরাজের ছেলে রাজ্জাক, আমদি ম-লের ছেলে সাগর, বারির ছেলে আজিজুল, ফরিদের ছেলে কমল, যে বাড়িতে নির্যাতন করা হয়েছে সেই বাড়ির মালিক ফজলুল বারি ও তার ছেলে রাকিব। আহত জাহিদ হাসান অভিযোগ করে জানান, এ ঘটনায় থানায় মমলা করার পরে আসমী পক্ষের লোকজন নানানভাবে হুমকি দিয়ে আসছে। পবা থানার ওসি শরিফুল ইসলাম জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযানে নেমেছে। আসামীরা বাড়ি থেকে পালিয়ে গেছে। প্রসঙ্গত, চুরির অপবাদ দিয়ে উপজেলার বাগসারা গ্রামের ইমরানের ছেলে জাহিদ হাসানকে পাশবিক নির্যাতন চালান আসামীরা। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আসামীরা জাহিদকে ধরে মারপিট করে। উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তা ফাঁস হয়ে যায়।
×