ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) বহুনির্বাচনী প্রশ্ন : ১। সবেচেয় প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি? ক) একুমালিকানা খ) অংশীদারি গ) সমবায় ঘ) কোম্পানি ২। একমালিকানা ব্যবসায়ের গঠন সহজ কেন? ক) আইনগত ঝামেলা বেশি খ) আইনগত ঝামেলা কম গ) বড় হওয়ায় ঘ) কঠিন গঠন ৩। অংশীদারি ব্যবসায় কোন যুগের? ক) প্রাচীন যুগের খ) মধ্য যুগের গ) নব্য যুগের ঘ) আধুনিক যুগের ৪। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? ক) ১৯৯৪ সালের খ) ১৯৮২ সালের গ) ১৯৩২ সালের ঘ) ১৯০৮ সালের ৫। যৌথ মূলধনি ব্যবসায়ের অপর নাম কী? ক) অংশীদারি খ) ক্যাম্প গ) কোম্পানি ঘ) মাল্টি ন্যাশনাল ৬। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কতজন? ক) ২ জন খ) ৩ জন গ) ৫ জন ঘ) ৭ জন ৭। ইঅজউ অর্থ- ক) ইধহমষধফবংয অৎসু জড়ধফ উবাবষড়ঢ়সবহঃ খ) ইধহমষধফবংয অরৎ জড়ধফ উৎরাবৎ গ) ইরৎফং আধরৎু জবংরফব উড়াব ঘ) ইধহমষধফবংয অপধফবসু ভড়ৎ জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ ৮। সমবায় সংগঠন গঠনের প্রথম ধাপ হলো- ক) উদ্যোগ গ্রহণ খ) নিবন্ধন গ) বিজ্ঞাপন ঘ) কার্যারম্ভ নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : নিশি, হিয়া এবং তাসনিম মিলে একটি পোল্ট্রি ফার্ম চালায়। ব্যবসায়টি লাভ হওয়ায় তাদের আরও পুঁজির দরকার হয়। এ জন্য তারা চাকরিজীবী রাশিদাকে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করতে চায়। রাশিদাও খুশি। ৯। রাশিদাকে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করার কারণ? র) লাভ কম দিতে হবে রর) নতুন পুঁজি পাওয়া যাবে ররর) পরিচালনায় জটিলতা দেখা দিবে না নিচের কোনটি সঠিক? ক) র ও র র খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০। রাশিদার এক্ষেত্রে খুশি হওয়ার প্রধান কারণ কোনটি? ক) ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি ঘটবে খ) তার দায় সীমিত হওয়ায় পুঁজি হারানোর ভয় থাকবে না গ) তার এ ব্যবসায়ে কোনো সময় দেয়া লাগবে না ঘ) দায় সীমিত হবে এবং সে চুক্তি অনুযায়ী লাভ পাবে ১১। পৃথিবরি প্রথম সমবায় সমিতি কোনটি? ক) ইচডল খ) ম্যানডল গ) রচডেল ঘ) বেসল্যান ১২। রচডেল সমবায় সমিতির প্রাথমিক মূলধন কত ছিল? ক) ২৮৫ ডলার খ) ২৮ পাউন্ড গ) ২৮ দেরহাম ঘ) ৩৮ রুপি ১৩। রাষ্ট্রীয় ব্যবসায়ে কোন ধরনের অস্তিত্ব বিদ্যমান? ক) চিরন্তন খ) অস্থায়ী গ) ক্ষণস্থায়ী ঘ) মধ্য মেয়াদি ১৪। রাষ্ট্রীয় ব্যবসায় যে ধরনের সত্তার অধিকারী র) কৃত্রিম রর) স্বতন্ত্র ররর) ব্যক্তিসত্তা নিচের কোনটি সঠিক? ক) র ও র র খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫। পদ্মা লাইফ কোম্পানি শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে চায়। এজন্য সংশোধন করতে হবে- র) স্মারকলিপি রর) পরিমেল নিয়মাবলি ররর) নিবন্ধনপত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তরমালা : ১। ক, ২। খ, ৩। খ, ৪। গ, ৫। গ, ৬। খ, ৭। ঘ, ৮। ক, ৯। ঘ, ১০। ঘ, ১১। গ, ১২। খ, ১৩। ক, ১৪। ঘ, ১৫ ক।
×