ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-লঙ্কা সিরিজ ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারত-লঙ্কা সিরিজ ফয়সালা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি২০ আজ। পুনের প্রথম ম্যাচে ৫ উইকেটের দারুণ জয়ে সফর শুরু করে লঙ্কানরা। কিন্তু রাচির দ্বিতীয় লড়াইয়ে ৬৯ রানের বড় জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ভারত। ২-২এ থাকা সিরিজের ফয়সালা আজ। বিশাখাপত্তমে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। দ্বিতীয় ম্যাচটা ভারত দাপটের সঙ্গেই জিতে নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। জবাবে ৯ উইকেটে ১২৭ রানে থামে শ্রীলঙ্কা। ৭ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৫১ রান করে ম্যাচসেরা হন শিখর ধাওয়ান। অজিঙ্কা রাহানে (২৫) আউট হওয়ার পর নিজে বা যুবরাজ সিংকে না পাঠিয়ে নবিন হারদিক পান্ডিয়াকে ব্যাটিংয়ে নামায় ভারত। কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকাররাও তখন এ নিয়ে কথা বলেন। বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে কেন এই পরীক্ষা-নিরীক্ষা? বড় জয়ের পরও তাই অধিনায়ককে এ নিয়ে কথা বলতে হয়। ধোনি বলেন, ‘গবেষণা কথাটা বলবেন না প্লিজ, এটা ভারতীয় ক্রিকেট থেকে ব্যান করে দেয়া হয়েছে! গবেষণা বলে কিছু নেই। বরং বলতে পারেন অন্যরকম করে কিছু চেষ্টা হয়েছে। আমাদের টপ-অর্ডার ভাল করেছে। তাই সম্ভব হলেই সবাইকে সুযোগ করে দেয়ার চেষ্টা মাত্র।’ প্রথম ম্যাচে হারের পর পুনের অসম বাউন্সি উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন ধোনি। এদিন তার ব্যতিক্রম, ‘ভাল উইকেট। প্রায় দুই শ’ রান তোলার মতোই। তবে আমার মনে হয়, রাচির উইকেটে সবার জন্যই কিছু না কিছু ছিল।’ দলের ফিল্ডিং নিয়েও খুশি অধিনায়ক, ‘আমাদের ফিল্ডিং এ্যাভারেজ ভাল। টি২০তে যে কোন মহূর্তে যে কিছু হতে পারে। একটা সেøায়ার বলেও ম্যাচ বের করে নেয়া যায়। তবে ফিল্ডিংটা সবসময় গুরুত্বপূর্ণ।’ এদিন উইকেটের পেছনেও ধোনিকে বেশ তৎপর দেখা যায়। গত কিছুদিন যেটি নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল। ৮ মার্চ শুরু টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। ১৩ মার্চ নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ধোনির ভারত।
×