ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বই মেলায় গ্রাফিক নভেল মুজিব এর দ্বিতীয় খন্ড

প্রকাশিত: ০০:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বই মেলায় গ্রাফিক নভেল মুজিব এর দ্বিতীয় খন্ড

অনলাইন রিপোর্টার ॥ বই মেলায় এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে শিশু-কিশোরদের উপযোগী করে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’-এর দ্বিতীয় খণ্ড। শনিবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) স্টলের সামনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান ‍নূর, বিদ্যুৎও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে রাদওয়ান মুজিব বলেন, আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম এটা পড়ে উনার গল্পটা জানুক। বঙ্গবন্ধু মানুষটা কেমন ছিলেন, উনি কী করতেন, উনি কীভাবে বেড়ে উঠলেন। তিনি বলেন, আমি এখানে এসে আনন্দিত। আজকে এখানে এমন একটা সুযোগ পেয়েছি, আমার নানার ওপর নির্মিত গ্রাফিক নভেল নিয়ে আপনাদের কাছে এসেছি। এদিনটা আমি জীবনেও ভুলব না।
×