ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বর্ণের কেনাবেচায় ভাটা

প্রকাশিত: ২০:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

স্বর্ণের কেনাবেচায় ভাটা

বিশেষ প্রতিনিধি॥ চলতি বছর দেড় মাসে তিনদফা বেড়েছে স্বর্ণের দাম। আর তাতে দেশের বাজারে অনেকটাই কমে গেছে স্বর্ণের কেনাবেচা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বলছে, আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে মূল্যবান এই ধাতুর বাজার দর। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক, স্বর্ণের রিজার্ভ বাড়ানোর সুযোগ নিলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কোনো দেশের রিজার্ভ কিংবা অলংকার হিসেবে মূল্যবান ধাতুর মধ্যে বরাবরই স্বর্ণের চাহিদা শীর্ষে। তাই এই ধাতুর দর ওঠানামার বিষয়টিও আলোচনায় আসে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে। গত বছর নয় দফা দর ওঠানামার পর চলতি বছরের শুরুতেই একবার ও গত এক সপ্তাহের ব্যবধানে আরও দুইবার মোট তিন দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে তিন হাজার টাকার বেশি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৬৫ টাকায়। অল্প সময়ের ব্যবধানে মূল্য পুনঃনির্ধারণ করায় স্বর্ণ ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, জ্বালানি তেলের দরপতন এবং ঝুঁকি এড়াতে চীনের স্বর্ণে বিনিয়োগ বাড়ায় শিগগিরই ধাতুটির দাম কমার সম্ভাবনাও নেই এমনটাই বলছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে স্বর্ণবাজারের অস্থিরতা দেশের স্বর্ণ ব্যবসায় প্রভাব ফেললেও অন্যান্য ব্যবসা-বাণিজ্যে বড় কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালে স্বর্ণের দাম আবার কমবে বলেও জানান তারা। ##
×