ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীতে ৫১ পরিবারের বসত ঘর ছাই

প্রকাশিত: ২০:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীতে ৫১ পরিবারের  বসত ঘর ছাই

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের পুকুরপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে রাতে এই ঘটনা ঘটে। আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভারপ্রাপ্ত ইউএনও ফখরুল হাসান ও নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। এ সময় সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের পক্ষে পরিবার প্রতি একটি কম্বল ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া পুলিশ সুপারের পক্ষে একটি করে কম্বল ও সোয়েটার, উপজেলা প্রশাসনের পক্ষে একটি কম্বল ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে প্রদান করা হয়।
×