ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৬:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ফিন্যান্স ও ব্যাংকিং

(পূর্ব প্রকাশের পর) ৩৭. নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ক) বিনিময়ের মাধ্যমে খ) মূল্যের পরিমাপক গ) মূল্য স্থানান্তরের বাহন ঘ) তারল্যের মান ৩৮. চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে - র. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয় রর. আর্থিক ঝুঁকি হ্রাস পায় ররর. অর্থ স্থানান্তর কার্য সহজ হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৯. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী? ক) বিনিয়োগের সুষ্ঠ ব্যবহার খ) তারল্য অর্জন গ) সুষ্ঠু ব্যবস্থাপনা ঘ) মুনাফ অর্জন ৪০. অভ্যন্তরীন তহবিল উৎসকে দুভাবে ভাগ করা যায়।একটি মালিকানাভিত্তিক অপরটি- ক) মূলধনভিত্তিক খ) ঋণভিত্তিক গ) মুনাফাভিত্তিক ঘ) সুনামভিত্তিক ৪১. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? ক) ঋণ খ) ঋণপত্র গ) লিজিং ঘ) মূলধনী বাজারের প্রতিষ্ঠান ৪২. রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের সুবিধা নিয়ে থাকে- র. আমদানিকারীরা রর. রপ্তানিকারীরা ররর. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৩. নিচের কোন ব্যক্তি ১৯৭০ এর দশকে কারবারি অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন? ক) অ্যাডাম স্মিথ খ) কেইল গ) মার্টন মিলার ঘ) কিলার ৪৪. মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য- ক) গ্রাহকদের বিভিন্নমুখী সেবা দান খ) মূলধন গঠন গ) মুদ্রা সরবরাহ ঘ) শাখা ব্যাংকিং ব্যবস্থা ৪৫. নাহিদ কলেজের সামনে একটি বইয়ের লাইব্রেরি দিয়েছে। প্রথম দিকে শুধু পাঠ্যবই বিক্রি করলেও নাহিদ এখন উপন্যাস,চাকরির বইসহ অন্যান্য বই বিক্রির প্রধান কারণ কোনটি? ক) উপযুক্ততার নীতি খ) ঝুঁকি বন্টন নীতি গ) মুনাফার নীতি ঘ) তারল্য নীতি ৪৬. একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়? ক) স্মারকলিপি খ) প্রাথমিক জমা গ) নিবন্ধনপত্র ঘ) ট্রেড লাইসেন্স ৪৭. উপার্জিত আয় হতে যাবতীয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়? ক) আয় খ) ব্যয় গ) লভ্যাংশ ঘ) মুনাফা উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: * সীমান্ত কম ঝুঁকিপূর্ণ একটি খাতে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেছে যার দলিলে পরিপক্বতার তারিখ উল্লেখ রয়েছে। কিছুদিন পর বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় সীমান্ত বেশ শঙ্কায় পড়েন। ৪৮. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়? ক) সাধারন শেয়ারে খ) বন্ডে গ) অগ্রাধিকার শেয়ারে ঘ) ডিবেঞ্চারে ৪৯. নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়? ক) সুদের পরিমাণ কমে যাবে বলে খ) পরিচালনার খরচ পরিশোধে অক্ষমতা সৃষ্টি হবে বলে গ) বিনিয়োগের মূল্য কমে যাবে বলে ঘ) দউলিয়া হবার আশঙ্কা রয়েছে বলে ৫০. স্থায়ী সম্পত্তি হলো- র. জমি রর. দালানকোঠা ররর. কাগজ ও কালি নিচের কোনটি সঠিক? ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি গ) তারল্য ঝুঁকি ঘ) সুদ হারের ঝুঁকি সঠিক উত্তর: ৩৭. (ক) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (খ)
×