ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ লক্ষ্য করে ককটেল হামলা

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ লক্ষ্য করে ককটেল হামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ ফতুল্লায় ডিবি পুলিশের অভিযানকালে ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়েছে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা। এ সময় পুলিশ দুটি হত্যা মামলার আসামিসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ইকবাল, বাপ্পি, সুফিয়ান, মামুন, রাজু ও আলম। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও ৪টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। এ সময় ডিবি পুলিশের এস আই মাজহার আহত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টায় হাজীগঞ্জ এলাকায়। ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, হাজীগঞ্জ ইকবাল মিয়ার বাড়িতে মাদক বিক্রেতারা জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পরে ককটেল ও মাদকসহ ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পি ও সুফিয়ান ২টি হত্যার মামলার আসামি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৪ট তাজা ককটেল, ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার ৮১ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মাজহার আহত হয়। তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
×