ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন কাবা শরীফের ইমাম

প্রকাশিত: ০৫:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন কাবা শরীফের ইমাম

বাংলানিউজ ॥ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি। শুক্রবার ১০টা ৪১ মিনিটে বঙ্গন্ধুর কবর জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারতে গিয়ে কাবার খতিব ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সংরক্ষিত পরিদর্শন খাতায় অভিমত লেখেন। মাজার পরিদর্শনের সময় কাবার খতিবের সঙ্গে ছিলেন গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহল আমিন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার, মুফতি উসামা আমিন ও হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় ধর্মীয় নেতারা। খতিব শায়েখ ফাতহি মঙ্গলবার বাংলাদেশ সফরে এসেছেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। টুঙ্গিপাড়া সফরকালে খতিব ফাতহি দক্ষিণবঙ্গের অন্যতম দীনী শিক্ষা প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পথচলার প্রতি গুরুত্বারোপ করেন।
×