ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আ.লীগের মনোনয়ন পেতে জামায়াত নেতার তোড়জোড়

প্রকাশিত: ০১:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারে আ.লীগের মনোনয়ন পেতে জামায়াত নেতার তোড়জোড়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবতা বিরোধী অপরাধে দন্ডিত যুদ্ধাপরাধী গোলাম আজমের দেহরক্ষী আকতার হামিদের ভগ্নিপতি ও জামায়াত নেতা আকতার হোছাইন এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করে দিয়েছেন। ইতোপূর্বে কৌশলে কক্সবাজার জেলা আ’লীগের কাউন্সিলরদের তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করাতে পারলেও দলীয় হাই কমান্ডের নির্দেশে তা বাদ পড়েছে। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া লেমশীখালি ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেতে অকতার হোছাইন কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাছে আবেদন পত্র জমা করেছে জেনে ক্ষোভে ফেটে পড়ছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। সূত্র জানায়, লেমশীখালী ইউপি চেয়ারম্যান থাকা কালে ২০১২ সালের ৩ মার্চ জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ কারামুক্তির পর কুতুবদিয়ায় আসলে প্রকাশ্যে শোডাউনকালে তার অন্যতম সহযোগী ছিলেন জামায়াত নেতা আকতার হোছাইন। এসব গোপন রেখে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে ওই জামায়াত নেতা বর্তমানে মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে॥তোড়জোড় শুরু করছেন বলে জানা গেছে। এতে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কক্সবাজারের কুতুবদিয়া ৩নং লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃণমূল নেতাকর্মীদের পক্ষে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৪জন নেতা তাদের নামের তালিকা জমা দিয়েছেন জেলা আ’লীগের কাছে। এরা হলেন-উপজেলা আ’লীগের দীর্ঘ ২৮বছরের সাবেক সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সহসভাপতি সুজা উদ্দিন, লেমশীখালী ইউপি সভাপতি রফিক আহমদ সিকদার ও সাধারণ সম্পাদক এমএ রেজাউল করিম। কিন্তু বৃহস্পতিবার রাতে চুপিসারে কুতুবদিয়ার দুই আ’লীগ নেতার মাধ্যমে জামায়াত নেতা আকতার হোছাইনের নামের তালিকাও জমা করা হয়েছে জেনে ক্ষোভ প্রকাশ করেছেন আ’লীগ এবং শরীকদলের নেতাকর্মীরা। এ ব্যাপারে ১৪দলের শরীকদল কক্সবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডারদের কাউকে যদি আওয়ামী লীগ মনোনয়ন দেয়- তা হলে ১৪দলের শরীকদল হিসেবে জাসদের সমর্থন পাবে না। ওই জামায়াত ক্যাডারের বিরোধীতা করবে জাসদ। তথ্য মন্ত্রী ও জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এ বিষয়ে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
×