ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ পরিদর্শন করলেন জাইকা বাংরাদেশের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়িতদা

প্রকাশিত: ২২:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সুনামগঞ্জ পরিদর্শন করলেন জাইকা বাংরাদেশের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়িতদা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ॥ সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন এলসিএস সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরন করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)’র বাংলাদেশের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়িতদা। শুক্রবার সকাল ৯ টায় সিবিএরএমপি প্রকল্পের অধীনে সদর উপজেলার তেদালা হুগলিয়া বিল ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামুরা প্রাঃ বিদ্যালয়-পুরান কান্দিগাও সংযোগ সড়ক, বাহাদুরপুর গ্রামীন সড়ক পরিদর্শন করেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা(জাইকা) ২০১৫ সাল-২০২২ সাল পর্যন্ত সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, দোয়ারা বাজার, শাল্লা, জগন্নাথপুর, ধর্মপাশাসহ ৮ টি উপজেলার সড়ক যোগাযোগ, ভৌত অবকাটামো উন্নয়ন, হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে মৎস্য স¤পদে উন্নয়ন, জেলেদের বিকল্প কর্মসংস্থান খাতসহ আরো বেশ কয়েকটি খাতে আর্থিক সহযোগিতা প্রধান করছে জাইকা। পরিদর্শন শেষে হবতপুর গ্রামে এলসিএস সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাহাদুরপুর গ্রামীন সড়ক নির্মাণকাজের ৬০ জন এলসিএস সদস্যদের হাতে ৬ লক্ষ ৭ হাজার টাকা তুলে দেন জাইকা’র এ প্রতিনিধি।
×