ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে তাবলীগ জামায়াতের ইজতেমা শুরু

প্রকাশিত: ২১:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বাগেরহাটে তাবলীগ জামায়াতের ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটে লক্ষাধিক মুসল্লীর সমাবেশের মধ্যদিয়ে তাবলীগ জামায়াতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার তাবলীগ জামায়াতের বাংলাদেশের জিম্মাদার (আমীর) হাফেজ মাওলানা যুবায়েরসহ দেশী বিদেশী মুরব্বিগণ ধর্মপ্রাণ মুসলমানদের ইহকাল ও পরকালের অধ্যাত্মিক বিষয়ে ধর্মীয় বয়ান করেন। শহরের নূর মসজিদ মোড় সংলগ্ন সরকারী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠসহ আশপাশের এলাকা নিয়ে সকাল থেকে তিনদিন ব্যাপী এ ইজতেমা শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি দিনব্যাপী এই ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বাগেরহাট জেলার তাবলীগ জামায়াত আয়োজিত এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লী সমাবেত হয়েছেন। একই সাথে চলছে তাবলীগ জামায়াতের বয়ান। ইজতেমাস্থলে যে কোন ধরনের বিশৃংখলা এড়াতে ও আইনশৃংখলা রক্ষায় তাবলীগ জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সেবা দিতে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কাজ করছে।
×