ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই লক্ষ্মী পেঁচাটি

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সেই লক্ষ্মী পেঁচাটি

শরীফ খান ॥ ভোরবেলায় বুলবুলি-দোয়েল-শালিক ও কাকের প্রচ- ডাকাডাকিতে বুঝে ফেললামÑ লক্ষ্মীপেঁচা বসেছে পাশের ভবনের সানশেডে। এগিয়ে আমাদের কিচেনের জানালার কাছে গিয়েই দেখি মাত্র ৪ ফুট দূরে পাশের বিল্ডিংয়ের সানশেডে একেবারে স্ট্যাচুর মতো বসে আছে কিশোর বয়সী আনাড়ি পেঁচাটি। আমার স্ত্রী মনিরা খানম ও ছোট পুত্রবধূকে ডাকলাম। চমৎকার পোজের ছবি তোলা হলো। তখন অবশ্য পাখিদের মিছিল সেøাগান কমে গেছে আমাদের দেখে। ঢাকা শহরে নিশাচর ও ইঁদুরখোকা এই পাখিটি যথেষ্টই আছে। এই শহরের ওরা স্থায়ী বাসিন্দা। আনাড়ি বাচ্চারা এভাবে ভোর নামার আগে আস্তানায় না ফিরতে পারলে পড়ে যায় কাক-ফিঙেদের কবলে। সারাদেশেই এ রকম আনাড়ি বাচ্চাদের কাকের কবলে পড়ে বিপদে পড়তে দেখা যায়। ঘটনাটি গত ৯ তারিখের।
×