ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত: ০১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০১৬

খালেদা জিয়ার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ )সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ, দেশের নিরাপত্তা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে এ ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপার্সন জিন ল্যাম্বাটের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেন। তা চলে প্রায় এক ঘন্টাব্যাপী। এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
×