ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গে দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০০:০১, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গে দিল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক ॥ অনুর্ধ ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা হলনা বাংলাদেশের। ফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গে দিল ওয়েস্ট ইন্ডিজ। আজ কুয়াশা ভেজা মাঠে টসে জিতে ফিল্ডিং নিলে হয়তো বাংলাদেশের সেই স্বপ্ন পূর্ণ হত । এমনটাই বলছে দেশের ক্রিকেট প্রেমিকরা। দেশের মাটিতে সব দিক দিয়েই দল যখন দারুণ ফর্মে তখন ওয়েষ্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে পরাজয়ে মর্মাহত দর্শকরা। আজ সকালে টসে জিতি প্রথমেই ব্যাটিং করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই পর পর উইকেট হারায় বাংলাদেশ। পরে মেহেদি হাসানের হাফ সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের রান গিয়ে পৌঁছায় ২২৬ এ। ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই স্বভাবসুলভ দ্রুত ব্যাটিং করতে থাকে। ৮ ওভারে তাদের সংগ্রহ ৬৫ রানে ২ উইকেট। ১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। ৩৯ ওভারে যখন রান গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৮৪, তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ওয়েস্ট ইন্ডজ ৭ ইউকেট হারিয়ে ২৩০ রান করলে বাংলাদেশ পরাজয় বরণ করে ৩ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজ ১৪ ফেব্রুয়ারি ফাইনালে খেলেব ভারতে সঙ্গে।
×