ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরের ৮ রাজাকারের পরবর্তী সাক্ষী ২৪ ফ্রেব্রুয়ারি

প্রকাশিত: ২৩:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

জামালপুরের ৮ রাজাকারের পরবর্তী সাক্ষী ২৪ ফ্রেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামালপুরের আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২২ তম সাক্ষী নাসির উদ্দিন ইউসুফ জবানবন্দি প্রদান করেছেন। জবাবনন্দী শেষে আসামী পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পরবর্তী সাক্সীর জন্য ২৪ ফেব্রুয়ারি দিন নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় সাক্ষীকে সাক্ষ্যদানে সহযোগীতা করেন প্রসিকিউটর ব্যরিষ্টার তুিরন আফরোজ প্রসিকিউটর ব্যারিষ্টার তাপস কান্তি বল, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার ও এ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।
×