ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উৎসব মুখর পরিবেশে বরিশাল বারের ভোট গ্রহণ

প্রকাশিত: ২৩:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

উৎসব মুখর পরিবেশে বরিশাল বারের ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগের জন্য সুপ্রিমকোর্ট, হাইকোর্টের কর্মরত স্বণামধন্য বরিশালে বারের সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন দল আত্তয়ামী লীগ, বিত্রনপি, ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক কর্মী আইনজীবীদের উপস্থিতিতে সমিতি প্রাঙ্গণ মিলন মেলায় পরিনত হয়েছে। বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে ভিন্ন প্যানেলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও বিত্রনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের তিনটি প্যানেল থেকে ১৬টি পদের বিপরীতে ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনে ৭৯৭জন ভোটার আগামী এক বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করবেন। ভোট গণনা শেষে ফলাফল পেতে মধ্যরাত পেরিয়ে যাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ভানুরঞ্জন।
×