ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চ আদালতের বিচারকদের আচরণবিধি চান আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

উচ্চ আদালতের বিচারকদের আচরণবিধি চান আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য আচরণবিধি থাকা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। অবসরোত্তর সুবিধায় থাকা অবস্থায় হাইকোর্টের এক বিচারক যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হওয়ায় আলোচনার প্রেক্ষাপটে মন্ত্রীর এ মন্তব্য এলো। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “আজ বিচারপতিদের আচরণবিধি খুব প্রয়োজন হয়ে গেছে।” এই আচরণবিধি করতে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গেও কথা বলবেন বলে জানান মন্ত্রী। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে গতবছর ১২ ডিসেম্বর অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বুধবার আপীল বিভাগে জামায়াত নেতা মীর কাসেমের মামলার শুনানিতে উপস্থিত হলে এই আলোচনার সূত্রপাত হয়। বিষয়টি আদালতের নজরে আনার পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম চৌধুরী হাইকোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যান পাচ্ছেন। এ অবস্থায় আইনজীবী হিসেবে মামলা লড়া ‘নৈতিকতার চরম বিরোধী’। অন্যদিকে বিচারপতি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনে সুযোগ আছে বলেই তিনি সরকারি সুবিধা ব্যবহার করছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “পত্রিকায় যদি সঠিকভাবে এসে থাকে… তিনি বলেছেন, নিম গাছেতো আর আম ধরবে না। তিনি প্রমাণ করেছেন, নিম গাছে আম ধরে না। উনি উনার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন। উনি যেটা করেছেন… আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করব… দেখেন।” এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে কারও অধিকার ক্ষুণ্ন না করেই তারা অনেক কথা বলতে পারেন। বিচারকদের জন্য আচরণবিধি করার বিষয়ে সেভাবেই তিনি কথা বলবেন।
×