ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বর্ণ কন্যা মাহফুজার বাড়িতে জেলা প্রশাসক

প্রকাশিত: ২২:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

স্বর্ণ কন্যা মাহফুজার বাড়িতে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়লাভ করে রেকর্ড গড়া মাহফুজা আক্তার শিলার বাড়িতে গেলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর। এসময় তিনি শিলার বাড়িতে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ ও অতিসত্ত্বর বাড়িতে প্রবেশের রাস্তা নির্মাণের আশ্বাস দেন। বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলার পাঁচকবর গ্রামের ওই বাড়িতে উপস্থিত হন জেলা প্রশাসক। এসময় তিনি শিলার গর্বিত বাবা-মাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া শিলার অর্জন করা বিভিন্ন পদক দেখেন। এসময় শিলার পিতা আলী আহম্মেদ গাজী ও মাতা করিমন নেছা উপস্থিত জেলা প্রশাসককে জানান, গরুর দুধ বেচে চলছে তাদের সংসার। অর্থের অভাবে আধুনিক যুগে বসবাস করেও ব্যবহার করতে পারছেন না বৈদ্যুতিক সেবা। তাছাড়া বাড়িতে প্রবেশের পথটিও চলাচলের অনুপযোগী। তারা আরও জানান, নিজেদের জমি জমা থাকলেও তা বেদখল হয়ে গেছে। যা কোনভাবেই উদ্ধার করতে পারছেন না তারা। জেলা প্রশাসকের সাথে সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রাজিব আহসান, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণমান্য ব্যক্তিবগ
×