ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাপান-বাংলাদেশ ফ্রে-শিপ হাসপাতালকে জরিমানা, ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬

জাপান-বাংলাদেশ ফ্রে-শিপ হাসপাতালকে জরিমানা, ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মৃত শিশুকে জীবিত বলে চিকিৎসা দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার দায়ে রাজধানীর ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালের ৬ জনকে গ্রেফতার করে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ও পুরনো ঢাকায় নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে দুই জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পুরানা পল্টনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহত হয়নি। বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মোঃ দিদারুল আলম, উপ-পরিচালক মেজর মোঃ আতাউর রহমানের নেতৃত্বে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিক্যাল সার্ভিসেসে অভিযান চালায়। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ড. মোঃ শাহজাহান ও ড্রাগ অধিদফতরের ড্রাগ সুপার অজিউল্লাহ উপস্থিত ছিলেন।
×