ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংসদে পেট্রোলিয়াম আইন বিল উত্থাপিত

প্রকাশিত: ০৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সংসদে পেট্রোলিয়াম আইন বিল উত্থাপিত

সংসদ রিপোর্টার ॥ লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম আমদানি, মজুদ, পরিবহন, বিতরণ উৎপাদন, শোধন ও মিশ্রণসহ আইনের কোন ধারা বা লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘনকারীকে ছয় মাসের কারাদ- বা দশ হাজার টাকা জরিমানার বিধান রেখে পেট্রোলিয়াম আইন ২০১৬ বিল সংসদে উত্থাপিত হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের নবম অধিবেশনে বুধবার বিলটি সংসদে উত্থাপিত হয়। বিদ্যুত, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
×