ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘আমি ওই মানিক নই’

প্রকাশিত: ০৫:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

‘আমি ওই মানিক নই’

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগের অবসরপ্রাপ্ত দুই বিচারপতির ডাকনাম একই হওয়াতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন শ্রম এ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা মানিক। অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থী’ এ ঘটনায় প্রধান বিচারপতি এস কে সিনহা ও আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের সাম্প্রতিক বক্তব্যে অনেকেই ভুলবশত শামসুল হুদা মানিক বলে মনে করছেন। এ কারণে তিনি বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ অনেকে ভুল করে তার কাছে এ সম্পর্কে জানতে যায়। বিচারপতি শামসুল হুদা মানিক এ বিষয়ে জনকণ্ঠকে বলেছেন, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নামের সঙ্গে অনেকেই তাঁর নাম মিলিয়ে ফেলছেন। আমরা সম্পূর্ণ পৃথক দুই জন ব্যক্তি। দুজন পৃথক ব্যক্তির নাম নিয়ে বিভ্রাট নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিব্রত। আমি আন্তরিকভাবে আশা করছি, যারা নাম নিয়ে বিভ্রান্তিতে আছেন তারা নিজেরা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন। অন্যকেও বিভ্রান্তি হওয়া থেকে বিরত রাখবেন। তিনি আরও বলেন, আমি আপীল বিভাগ থেকে অবসরে যাবার পর শ্রম এ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
×