ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহবধূ হাওয়ানূর বেগমের হার্টের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

গৃহবধূ হাওয়ানূর বেগমের হার্টের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় গৃহবধূ হাওয়া নূর বেগমের (২৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি হার্টের জটিল সমস্যায় ভুগছেন। আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কোটা হতে বিনামূল্যে হৃদযন্ত্রে প্রতিস্থাপনের জন্য ভাল্ব/অক্সিজেনেটর বরাদ্দ পান হাওয়ানূর বেগম। কিন্তু চিকিৎসার আনুষঙ্গিক খরচ যোগাড় করতে না পেরে ভাল্ব প্রতিস্থাপনের কাজ ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত পাঁচ মাসেও হাসপাতালে যেতে পারে নি তিনি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামে তার বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। হাওয়ানূরের স্বামী মমিনুল ইসলাম একজন ভ্যানচালক। বিনামূল্যে ভাল্ব বরাদ্দ হলেও এটি প্রতিস্থাপনে ওষুধসহ আনুষাঙ্গিক খরচ মেটাতে আরও প্রায় ১ লাখ টাকা দরকার বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, হাওয়ানূর বেগমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৫৫৭১৮৫৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×