ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাছরাঙায় ‘জলমানব’

প্রকাশিত: ০৪:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মাছরাঙায় ‘জলমানব’

সংস্কৃতি ডেস্ক ॥ ধারাবাহিক নাটক যখন গল্পের দুর্বলতায় দর্শক সঙ্কটে ভুগছে তখন সংশ্লিষ্টদের ভরসা এক ঘণ্টার নাটক। যদিও বাজেট কমে যাওয়ায় বিজ্ঞাপন যন্ত্রণা সহ্য করে নাটকের শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখাই কঠিন সেই অবস্থাতেও খ- নাটক আশা জাগানিয়ার কথা বলে। এই প্রত্যাশার ধারাবাহিকতায় সম্প্রতি নির্মিত জয়েছে নাটক ‘জলমানব’। মাছরাঙা টিভিতে আগামীকাল শুক্রবার রাত ৭.৪০ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের বিশেষ নাটক ‘জলমানব’। আসাদ সরকার রচিত নাটকটি পরিচালনা করেছেন কে এম নাঈম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল, সানজিদা আনোয়ার প্রীতি, ঝুনা চেধুরী প্রমুখ। নাটকে দেখা যায় অদৃশ্য কেউ একজন ঠা-ার হাত বাঁচার জন্য আকুতি জানায় সানজিদা প্রীতির কাছে। স্বামী মনির খান শিমুল স্ত্রীর এমন কথাকে প্রথমে গুরুত্ব না দিলেও এক পর্যায় গুরুত্ব দিতে হয়। মনোরোগ বিশেষজ্ঞ ঝুনা চৌধুরীর শরণাপন্ন হতে হন। কিন্তু সেখানেও কোন সমাধান হয় না। উপরন্তু বিষয়টা গড়ায় পুলিশের কাছে। আর পুলিশের কাছে যেতে উম্মোচিত হয় অন্য আরেক ঘটনা। যা মানুষকে শিহরিত করে। নাটকটি প্রসঙ্গে নাট্যকার আসাদ সরকার বলেন- কিছুটা ভৌতিক আবহে এই সময়ের একটি আলোচিত ঘটনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নাটকটিতে। বিনোদনের পাশাপাশি সচেতনতার একটি ব্যাপার আছে। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×