ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

প্রকাশিত: ০৪:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘হরফের নূপুরে নাচি আমরা সবাই’-স্লোগান নিয়ে আগামী পয়লা ফাল্গুন শনিবার নেত্রকোনায় বিংশতম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত এ উৎসবে এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবিতায় মোহাম্মদ রফিক ও কথা সাহিত্যে জাকির তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানান, নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট চত্বরের মুক্তমনা মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় কবি ড. তরুণ কান্তি শিকদার। এরপর উদীচীর জেলা সংসদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে বসন্ত বন্দনা। থাকবে আনন্দ শোভাযাত্রা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তবলা লহরী, বাঁশির মূর্ছনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, গল্প পাঠ, সাহিত্য আড্ডা ও বাউল গান। বিকেলে উৎসবের দ্বিতীয় পর্বে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হবে। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আলী আকবর, প্রাবন্ধিক যতীন সরকার, কবি আহমেদ স্বপন মাহমুদ, ইয়াজদানী কোরাইশী কাজল, মামুন খান ও মানস সান্যাল প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক সরোজ মোস্তফা। ইবিতে ‘ওরা কদম আলী’ মঞ্চস্থ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের উদ্যোগে ‘ওরা কদম আলী’ নাটক মঞ্চস্থ হয়েছে। দেশ বরেণ্য নাট্যকার মামুনুর রশীদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিন। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ নাটকটি মঞ্চস্থ হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিনহাজ, কাদির, আলপনা, আপন, শাওন, আসাদুল্লাহ আল মামুন, আরিফা সুলতানা, তারিক বিন নজরুল, আশিক বনি, আসারুল্লাহ প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×