ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ ফেব্রুয়ারি ॥ মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদ- দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তির নাম মোঃ সানা উল্লাহ (৪০)। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে। পুলিশ জানায়, ২০০৫ সালের ৭ মে বিকেলে সানা উল্লাহ তার বোন ফাতেমা বেগমের (৩৫) কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় সানা উল্লাহ দা দিয়ে তার বোনকে কোপায়। এ সময় মেয়েকে রক্ষা করতে তার মা দেলোয়ারা বেগম (৫৫) এগিয়ে গেলে সানা উল্লাহ তাকেও কোপায়। এতে দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান। মুন্সীগঞ্জে শিশু ধর্ষণকারীর বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে শিশু ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে তারা এ মানববন্ধন করেন। এ সময় বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত নারী-পুরুষ ধর্ষণকারী মুক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, বখাটে মুক্তার ধর্ষণের পর থেকে পলাতক রয়েছে। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। থানায় মামলার পর থেকেই বখাটে মুক্তার ধর্ষণ হওয়া শিশুর পরিবারটিকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানান মানববন্ধনকারীরা। গ্যাস লাইন বিচ্ছিন্ন গজারিয়ায় বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সোনারগাঁ তিতাস গ্যাসের উদ্যোগে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ ফেব্রুয়ারি ॥ সামাজিক বনায়নে অংশগ্রহণকারী ১১৭ জন উপকারভোগীদের মধ্যে ২ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চন্দ্রা বন বিশ্রামাগার মাঠে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মন্ত্রী এ সময় বলেন, বন বিভাগের জমি রক্ষা করতে বন কর্মকর্তাদের কঠোর হতে হবে। শিক্ষা উপকরণ মেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বুধবার জেলায় শিক্ষা উপকরণ মেলায় ছিল প্রাণের স্পন্দন। নানা বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে এ মেলা। শহরের পিটিআই মাঠে ব্যতিক্রম এ মেলায় ছিল মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, পদ্মা সেতু, ফ্লাইওভার, জীববৈচিত্র্য, ঐতিহ্য, বিজ্ঞান, দেশজ সংস্কৃতি, শেখ হাসিনা, খ্যাতনামা ব্যক্তিÑ সবই ছিল মেলার উপকরণে। দু’দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। পঞ্চানন বালা এতে সভাপতিত্ব করেন।
×