ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাটিক স্যান্ডারসের জয়ে ধাক্কা খেল রাজনৈতিক এস্টাব্লিশমেন্ট

অনিশ্চিত ধারায় মার্কিন নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অনিশ্চিত ধারায় মার্কিন নির্বাচন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক সিনেটর বার্নি স্যান্ডারস শ্রমজীবী মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি ভোটে চমকপ্রদ বিজয় অর্জন করেন। এ অঙ্গরাজ্যে বিশাল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুই বহিরাগতের সাফল্য রাজনৈতিক এস্টাব্লিশমেন্টের প্রতি এক কড়া তিরস্কার এবং এটি প্রতিদ্বন্দ্বিতাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্প দলীয় মনোনয়ন প্রত্যাশীদের অস্বাভাবিক দীর্ঘ তালিকা থেকে উপকৃত হন। এর ফলে ওহিও অঙ্গরাজ্যের গবর্নর জন ক্যাসিচ এবং ফ্লোরিডার সাবেক গবর্নর জেব বুশের মতো দীর্ঘদিনের রাজনীতিকদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়। ক্যাসিচ দ্বিতীয় হন। ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্পের কাঠখোট্টা কথাবার্তা এবং এস্টাব্লিশমেন্টের বাইরের লোক হওয়ায় ভাবমূর্তি অনেক রিপাবলিকানকেই উদ্দীপ্ত এবং অন্যদের ভীত করে তোলে। কিন্তু ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান ও স্বতন্ত্র ব্যক্তিদের গভীর দুশ্চিন্তাকেও কাজে লাগিয়েছিলেন বলে ভোট পরবর্তী জরিপে দেখা যায়। অবৈধ অভিবাসী, নয়া অর্থনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন ভোটারদের সবচেয়ে বেশি সমর্থন পান তিনি। স্যান্ডারসের বিজয়ে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন জোরালো ও বেদনাদায়কভাবেই প্রত্যাখ্যাত হলেন। হিউ হ্যাম্পশায়ারের ভোটারদের সঙ্গে হিলারির দীর্ঘদিনের পরিচয় রয়েছে এবং তিনি দৃশ্যত অঙ্গরাজ্যের আবেগশূন্য মধ্যপন্থী রাজনীতির প্রতিফলন ঘটিয়েছিলÑ এমন ভাবনাই পেশ করেন। কিন্তু কর বৃদ্ধি ও ওয়াল স্ট্রিটের ওপর নিয়মকানুন আরোপ করার উদারনৈতিক এজেন্ডা পেশ করে স্যান্ডারস ব্যাপক শ্রেণীর ভোটারের সমর্থন পান। তিনি কম বয়স্ক নারীদের প্রতি তার আবেদনের বলে নারী ভোটারদের মধ্যেও হিলারিকে হারিয়ে দেন। স্যান্ডারস গত মাসের জনমত জরিপে নিউ হ্যাম্পয়াশারে এগিয়ে ছিলেন। ট্রাম্প জুলাই থেকেই এ অঙ্গরাজ্যে অগ্রগামী ছিলেন। কিন্তু এরপরও উভয়ের প্রতি জনসমর্থনের ঢেউ উভয় দলের নেতাদের কাছে বিস্ময়কর ঠেকেছে। কারণ নেতারা ভেবেছিলেন যে, ভোটাররা শেষ পর্যন্ত হিলারির মতো আরও অভিজ্ঞ প্রার্থী বা প্রতিদ্বন্দ্বিতায় থাকা রিপাবলিকান গবর্নরদের কাউকে বেছে নেবেন। তথাপি দু’ব্যক্তি এমন সব ভোটারের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পান, যারা তাদের দল বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেছিল এবং ফেডারেল সরকারের প্রতি অসন্তুষ্ট বা ক্ষুব্ধ ছিল। হাস্যোজ্জ্বল স্যান্ডারস তার বিজয় অনুষ্ঠানে কেবল তিনিই যে নবেম্বরে রিপাবলিকানদের পরাজিত করতে ডেমোক্র্যাটিক ভোটারদের উজ্জীবিত করতে পারেন, এর প্রমাণ হিসেবে বিরাট সংখ্যক ভোটারের উপস্থিতির কথা উল্লেখ করেন। -নিউইয়র্ক টাইমস
×