ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দফায় পৌর ভোট ২০ মার্চ

প্রকাশিত: ০১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

দ্বিতীয় দফায় পৌর ভোট ২০ মার্চ

স্টাফ রিপোর্টার॥ দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য দশ পৌরসভার তফসিল ঘোষণ করেছে ইসি। এসব পৌর সভায় আগামী ২০ মার্চ ভোট গ্রহণ করা হবে। বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি আগ্রহী প্রার্থীদের আগামী ২২ ফেবুয়ারি সোমবারের মধ্যে নিজের মনোনয়নপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। মনোনয়নপত্র বাছাই হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্প্রতিবার। এছাড়া প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ৪ মার্চ শুক্রবার। দ্বিতীয় দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, গাজীপুরের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ৩০ ডিসেম্বর সারাদেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
×