ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০১৯ সালে: ও. কাদরে

প্রকাশিত: ২৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০১৯ সালে: ও. কাদরে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিং এর কাজ ১০ ভাগ শেষ হয়েছে। ইতোমধ্যে ৮১০টি পাইলের মধ্যে ৮৪টির নির্মাণকাজ শেষ হয়েছে। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিমি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০১৯ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মন্ত্রী আজ রাজধানীর কুড়িল এলাকায় ৮ হাজার ৯’শ কোটি টাকা ব্যয়ে পিপিপি ভিত্তিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিমানবন্দর হতে কমলাপুর পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মিত হবে রেললাইনের পাশ দিয়ে। তাই নির্মাণকালে জনভোগান্তি কিংবা যানজটের কোন আশংকা নেই। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। উত্তরায় প্রকল্পের অর্থায়নে ১২’শ ফ্ল্যাট নির্মাণ করে ক্ষতিগ্রস্থতের মাঝে বরাদ্দ দেয়া হবে। পুনর্বাসন এলাকায় বিস্তারিত নকশা তৈরির কাজ এগিয়ে চলেছে।
×