ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে আহবায়ক করে মুল উদ্যাপন কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ৬টি উপ-কমিটি করা হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ড. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুর রকিব সহ রাজনৈতিক সামাজিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। স্বাধীনতার ৪৫ বছর পরেও জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন এবং নিয়ম অনুস্মরণ না করে ময়লা ও নোংরা অবস্থায় ফেলে রাখা জাতীয় পতাকা দায় সাড়া ভাবে উত্তোলনের বিষয় ক্ষোভ প্রকাশ করা হয়। এজন্য অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সভায় মোবাইল কোর্ট পরিচালনার দাবি করা হয়েছে।
×