ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টোয়েন্ট২০ বিশ্বকাপ বর্জনের হুমকি গেইলদের

প্রকাশিত: ২১:০০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

টোয়েন্ট২০ বিশ্বকাপ বর্জনের হুমকি গেইলদের

অনলাইন ডেস্ক ॥ টোয়েন্টি২০ বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সম্প্রতি প্রকাশিত চুক্তি নিয়ে জটিলতার কারনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য নতুন চুক্তি প্রকাশ করেছে। সেই চুক্তিতে ক্রিকেটারদের অনেক সুযোগ সুবিধাই কমিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন দলের ক্রিকেটাররা। আর এই চুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ দলের আইসিসি টোয়েন্টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা তারা হুমকি দিয়েছেন এসব সমস্যার অবসান করা না হলে বিশ্বকাপও বর্জন করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি২০ দলের অধিনায়ক ড্যারেন স্যামির স্বাক্ষরযুক্ত একটি চিঠি দলের সব ক্রিকেটারদের পক্ষ থেকে পাঠানো হয়েছে ডব্লিউআইসিবিকে। এই চিঠির মাধ্যমেই ক্রিকেটাররা তাদের দাবি জানিয়েছেন। আর চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার এসোসিয়েশনকে আলোচনার জন্য কোনো সুযোগও দেওয়া হয়নি। চিঠিতে স্যামি আরও উল্লেখ করেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি২০ ফরম্যাটের অধিনায়ক হিসেবে ১৫ সদস্যের দলের প্রতিনিধিত্ব করে এই চিঠি লিখছি। এই দলটিকে নির্বাচন করা হয়েছে আসন্ন টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য। এবারের টোয়েন্টি২০ বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আমরা সবাই একত্রে আলোচনা করেছি। এর মধ্যে দেখা গিয়েছে ১৫ জনের মধ্যে ১৪ জনই ডব্লিউআইপির অংশ নয়। আর তারা নিজেদের পক্ষ থেকে ডব্লিউআইপিকে আলোচনার কোনো দায়িত্বও দেওয়া হয়নি। যাদের অধিকাংশই ডব্লিউআইসিবি থেকে তেমনভাবে আর্থিকভাবে লাভবানও হয়নি। আমরা চুক্তির সকল সুযোগ-সুবিধা নিয়ে স্বচ্ছতার সাথে আলোচনা করার সুযোগ চাই।’ এছাড়াও তিনি চিঠিতে আরও বলেছেন, ‘চুক্তি অনুযায়ী ২০১৫ সালে বিশ্বকাপ থেকে প্রাপ্ত আয়ের ২৫ ভাগ খেলোয়াড়দের মধ্যে বন্টিত করা হয়েছে। কিন্তু টোয়েন্টি২০ বিশ্বকাপে সেই সুবিধা কমিয়ে প্রায় ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এক বছর পরই চুক্তি প্রস্তাবে তা শতকরা ৮০ ভাগ কমিয়ে ফেলা হয়েছে।’ আর্থিক সুযোগ-সুবিধার কমিয়ে দেওয়ার বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ দল কিছুতেই মেনে নিবেনা। তারা যদিও টোয়েন্টি২০ বিশ্বকাপ সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তবে চিঠির শেষের দিকে বলেছেন, ‘আমরা টোয়েন্টি২০ বিম্বকাপে অংশ নিতে আগ্রহী। তবে আগের সকল সুযোগ সুবিধা নিয়েই আমরা খেলতে চাই। তাই দয়া করে দ্রুত আমাদের সিদ্ধান্তটি জানাবেন। কেননা বিশ্বকাপ শুরু হতে মাত্র এক সপ্তাহের বাকি।’
×