ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেটের ভিতর ৯ সোনার বার

প্রকাশিত: ২০:১৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পেটের ভিতর ৯ সোনার বার

অনলাইন রিপোর্টার ॥ পেটে ৯টি সোনার বার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক রোমান তালুকদার (৩৫) কোনো অপারেশন ছাড়াই নিজেই পেটের ভেতর থেকে বের করেছেন সোনার বারগুলো। আজ বুধবার সকালে শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানকারী রোমান নিজ চেষ্টায় বারগুলো বের করেন। পরে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ওই সোনার বারগুলো জব্দ করে। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় আটক হন রোমান তালুকদার। পরে অপারেশনের মাধ্যমে বারগুলো বের করার কথা থাকলেও রোমান নিজেই বারগুলো বের করতে পারায় অপারেশন করতে হয়নি। তিনি আরো জানান, জব্দকৃত প্রতিটি বারের ওজন ১'শ গ্রাম করে। আর এই বারগুলোর মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা। আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০১৮৭ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন। রোমানের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
×